মঙ্গলবার ০৭ জানুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ২৫ মে ২০২৪ ১৯ : ১৭Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: শনিবার বিগত পাঁচ দফা নির্বাচনের যাবতীয় তথ্য প্রকাশ করল নির্বাচন কমিশন। ভোট শুরুর পর থেকেই ভোটের হার সহ যাবতীয় তথ্য নিয়ে একাধিকবার কমিশনকে আক্রমণ করেছে রাজনৈতিক দলগুলি। এদিন সেই হিসেব প্রকাশ করে তারই জবাব দিল কমিশন। জানানো হয়েছে, অপপ্রচার চালাচ্ছে রাজনৈতিক দলগুলি। কমিশনের তরফে এও বলা হয়েছে, তথ্য জানার সম্পূর্ণ অধিকার রয়েছে প্রার্থী এবং ভোটারদের।
পাশাপাশি, ভোটের দিন সকাল থেকে কমিশনের ওয়েবসাইটে দিয়ে দেওয়া হচ্ছে ভোটের হার। গণতন্ত্রের পালনের দায়িত্ব রয়েছে কমিশনের। উল্লেখ্য, এর আগে একাধিকবার বিরোধী দলগুলি কমিশনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে। এদিন হিসাব প্রকাশ করে তারই কড়া জবাব দিল জাতীয় নির্বাচন কমিশন।